ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শেরপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২১ ডিসেম্বর ২০২৪  
শেরপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় ঘুরতে এসে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ওই দুই শিক্ষার্থীর হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) এবং অপরজন ময়মনসিংহ সদর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিত (১৩)। মিহান এইচএসসি পরীক্ষার্থী এবং সাজিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা মামাতো-ফুফাতো ভাই।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজনরা হালুয়াঘাটে সমবেত হন। বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার নারী ও শিশুসহ ১৮ জন নালিতাবাড়ি উপজেলায় গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে আসেন। দুপুরের দিকে লক্ষ্মীডোবা এলাকায় দুই ভাই গোসল করতে ভোগাই নদীতে যান। বালুচরে হাটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নদীর পানিতে পড়ে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকেন। তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্য সদস্যরা নদীতে নামলেও ততক্ষণে তারা নিখোঁজ হয়ে যান। পরে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল সন্ধ্যার আগে ভাটি অঞ্চলে গভীর পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা সিদ্দিকুর রহমান বলেছেন, “খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে আসি। ডুবুরি নামানোর পর অল্প সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।”

ঢাকা/তারিকুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়