ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় আ.লীগের ২৮ নেতাকর্মী কারাগারে 

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১২ জানুয়ারি ২০২৫  
নেত্রকোণায় আ.লীগের ২৮ নেতাকর্মী কারাগারে 

আওয়ামীলীগের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়

নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১২ জানুয়ারি) নেত্রকোণার চিফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা শামছুল হক মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে ফলের দোকান পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালের ২৩ এপ্রিল তার দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরণ আইনে থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। রবিবার নেত্রকোণার বিচারিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

ঢাকা/রেজা/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়