ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের নির্দেশ

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের নির্দেশ

ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাস্তায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ দেখামাত্র তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবার উন্নতি করতে না পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না।

 

 

তিনি জানান, দেশের গরিব, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ১৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়