ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গৃহকর্মী আদুরীকে নির্যাতন

৩ দিনের রিমান্ডে গৃহকর্ত্রী নদী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
৩ দিনের রিমান্ডে গৃহকর্ত্রী নদী

সিএমএম আদালত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: রাজধানীতে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের অভিযোগে আটক গৃহকর্ত্রী ৩ দিনের পুলিশ রিমান্ডে।

পল্লবী থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার বিকেলে সিএমএম আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে ৩ দিন মঞ্জুর করা হয়।

গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে আটকের পর এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়।

পুলিশ জানায় সোমবার বারিধারা ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনের কাছে অর্ধমৃত অবস্থায় আদুরীকে উদ্ধার করা হয়।

দীর্ঘদিন অভুক্ত আদুরীর শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন ছিল।

বর্তমানে আদুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবীর একটি বাসা থেকে গৃহকর্ত্রী নদীকে আটক করা হয়।

পুলিশ জানায়, নুসরাত জাহান নদী ও সাইফুল ইসলাম মাসুদ দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো আদুরী। সাইফুল ইসলাম এমএলএম ব্যবসায় জালিয়াতির মামলায় পলাতক।

 

 রাইজিংবিডি / তানজিনা আফরিন / কেএস

 

 

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়