`পরিষ্কার ও বাতি জ্বালানো ছাড়া মেয়রের তেমন কাজ নেই`
নাসির || রাইজিংবিডি.কম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘পরিষ্কার করা ও বাতি জ্বালানো ছাড়া মেয়রের তেমন কোনো কাজ নেই। সব জায়গার মশা মারার ক্ষমতাও এই পরিষদের (সিটি করপোরেশন) নেই।’
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করা হয়।
মেয়র আনিসুল হক বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় প্রয়োজনীয় পাবলিক টয়লেট করার জায়গাও পাওয়া যাচ্ছে না। পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, পুলিশের ওপর নিয়ন্ত্রণ, আবাসন এসবের কোনো কিছুর ওপরই মেয়রের নিয়ন্ত্রণ নেই। করপোরেশন এলাকাজুড়ে গড়ে ওঠা দেয়ালগুলো এখানকার পরিবেশরক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরের আবহাওয়া এতটাই খারাপ যে, এখানকার ২৫ ভাগ শিশু ফুসফুসের গুরুতর রোগ ও সমস্যায় আক্রান্ত।’
গণপরিবহণের বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাবলিক বাসে সিন্ডিকেট কাজ করে। এ কারণে অনেক সময় সাধারণ যাত্রীদের ক্ষেত্রে সমস্যা হয়।’
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীকে নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। সবাই মিলে ঢাকা মহানগরীতে নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক জনা গোস্বামী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর শাহনাজ পারভিন মিতু, হাবিবুর রহমান মিজান প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৬/নাসির/রফিক
রাইজিংবিডি.কম