শবে বরাতের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১৪৩৯ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে হবে এ বৈঠক।
পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখা গেছে কি না তা পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/রফিক
রাইজিংবিডি.কম