সোহেল-হৈমন্তীর ‘মনের ভিতর’(ভিডিও)
বিনোদন প্রতিবেদক : দুয়ারে কড়া নাড়ছে ঈদ। এ উপলক্ষে সংগীতশিল্পী সোহেল মেহেদী ও হৈমন্তী রক্ষিত দাস ‘মনের ভিতর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। গত ১১ জুন মিউজিক ভিডিওটি প্রযোজনা সংস্থা সাউন্ডটেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
অভি আকাশের কথা, সুর এবং রিজওয়ান শেখের সংগীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহীন খান। গানটির মিউজিক ভিডিওতে মডেল রয়েছেন শিল্পী সোহেল মেহেদী ও হৈমন্তী রক্ষিত দাস।
এ প্রসঙ্গে সোহেল মেহেদী বললেন, ‘‘খুব মিষ্টি একটি রোমান্টিক গান ‘মনের ভিতরে’। অভি আকাশ এবং রিজওয়ান শেখকে ধন্যবাদ এত সুন্দর একটি গান সৃষ্টির জন্য। আর হৈমন্তী আমার খুব প্রিয় শিল্পীদের একজন। তার গায়কী অসাধারণ। এই গানটিও হৈমন্তী দারুণ গেয়েছে। আশা করছি, গানটি দর্শকদের ভালো লাগবে। পাশাপাশি গানটির সুনির্মিত মিউজিক ভিডিওটিও দর্শকদের পছন্দ হবে।’
গানটির আরেক শিল্পী হৈমন্তী রক্ষিত দাস বলেন,‘গানটি গাওয়ার সময়ই মনে হচ্ছিল খুব সুন্দর একটি গান হতে যাচ্ছে। আমার সেই আশা বিফলে যায়নি। সোহেল মেহেদী ভাইয়ের গায়কীর কথা নতুন করে বলার কিছু নেই। তিনি তার গায়কীর যাদু ছড়িয়েছেন এই গানেও। আমি এই গানটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা, এই গানটি ঈদে শ্রোতা-দর্শকদের মনে সাড়া জাগাবে।’
দেখুন : ‘মনের ভিতর’ গানটি।
রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৮/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম