ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও স্বরাষ্ট্র পেলেন আসাদুজ্জামান খান কামাল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও স্বরাষ্ট্র পেলেন আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুনরায় পেলেন আসাদুজ্জামান খান কামাল। এর আগেও তিনি সফলভাবে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আসাদুজ্জামান খান কামাল ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালযয়ের সিনেট সদস্য ছিলেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ঢাকা-১২ আসনে সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে যোগদান করেন।

এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আসাদুজ্জামান খান কামাল একজন মুক্তিযোদ্ধা। ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়