ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

‘নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবদক : ফেনীর মাদ্রাসাছাত্রী অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নিহত নুসরাতের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাবেক রাষ্ট্রপতি।

শোক বার্তায় বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মাদ্রাসাছাত্রী নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । নুসরাতের এই মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আর কোনো নুসরাতকে যেন এমন পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

মাদ্রাসাছাত্রী নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।



রাইজিংবিডি/ঢাকা/ ১১ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়