ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

রাজধানীতে ভবনে বিস্ফোরণ : দগ্ধ ৪

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ভবনে বিস্ফোরণ : দগ্ধ ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

রোববার সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। চারজনকেই উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চারজন  হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার রাইজিংবিডিকে বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।    ডক্টরস চেম্বার নামে ভবনের আরটেক্স শোরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা রঙের কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতাল। এর নিচতলায় আরটেক্স শোরুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র  না কি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়