ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষতাই জীবন বদলে দেয়

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষতাই জীবন বদলে দেয়

রাইজিংবিডি ডেস্ক: দক্ষতাই জীবন বদলে দেয়। জীবনে পরিবর্তন আনতে চাইলে দক্ষতার কোনো বিকল্প নেই। বিশ্ব যুব দক্ষতা দিবস আজ।

দেশকে উন্নত দেশে পরিণত করতে অবশ্যই দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দক্ষতা অর্জন করুন, উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নিন’।

২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে উদযাপন করার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে প্রতিবছর ১৫ জুলাই সারাবিশ্বে দিবসটি উদযাপন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নকে গতিশীল করার পূর্বশর্ত দক্ষ জনশক্তি। দক্ষতা অর্জনকে সরকার একটি অগ্রাধিকার কার্যক্রম হিসাবে গ্রহণ করেছে। এ লক্ষে গঠন করা হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ।’

তিনি বলেন, ‘জেলা শহর থেকে সকল স্তরে সম্প্রসারিত হচ্ছে কারিগরি শিক্ষা অবকাঠামো। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এ সকল কার্যক্রম দেশের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে ।’

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শেখ হাসিনা প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন যুব সমাজকে জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানই এ দিবসের চেতনা।’

বাংলাদেশ ইতোমধ্যে ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড স্কিল এশিয়ার সদস্যপদ লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতাসমূহে বাংলাদেশের দক্ষ তরুণরা অংশ নিচ্ছে। এ বছর বাংলাদেশ রাশিয়ার কাজানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার ক্ষেত্রে সক্ষমতার স্বাক্ষর রাখতে যাচ্ছে। এ রকম একটি প্রেক্ষাপটে এই দিবসটি পালন বেশ তাৎপর্যপূর্ণ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ