ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমাজনে পাওয়া যাবে বাংলাদেশি পণ্য

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাজনে পাওয়া যাবে বাংলাদেশি পণ্য

জ্যেষ্ঠ প্রতিবেদক : সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আমাজনে বাংলাদেশের পণ্য পাওয়া যাবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আমাজনের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা তাদের আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাজন বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য নিজেদের ওয়্যারহাউসে নিয়ে নিজেদের বৈশ্বিক প্ল্যাটফর্মে বিক্রি করতে চাইছে। এ বিষয়ে আমাদের নীতি ও কৌশল কেমন হবে, সে বিষয়টি দেখছি আমরা।

বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষে নেতৃত্ব দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আমাজন কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করেন ইন্টারন্যাশনাল এক্সপানশন বিভাগের ক্যাটাগরি ম্যানেজার গগন দীপ সাগর।

বৈঠকে আলোচনার বিষয়ে আমাজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বাংলাদেশে আমাজন তাদের কার্যক্রম চালু করবে কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘তারা বাংলাদেশে আসবে কি না, তা নির্ভর করবে তাদের ইচ্ছা ও আমাদের নীতির ওপর।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়