ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রিয়া সাহার বাসার সামনে যুবকদের প্রতিবাদ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিয়া সাহার বাসার সামনে যুবকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে 'সাম্প্রদায়িক হামলা’র অভিযোগকারী প্রিয়া সাহার বাসার সামনে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

মানববন্ধনকালে তারা প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানায়।

শনিবার দুপুরে ধানমন্ডিতে প্রিয়া সাহার বাসার সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা প্রিয়া সাহার বাসায় তালা দেওয়ারও প্রস্তুতি নেয়। মানবিক দিক বিবেচনায় পরে তা প্রত্যাহার করে।

মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল কাইয়ুম নামে শিক্ষানবীশ আইনজীবী বলেন, ‘প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তিনি সংখ্যালঘুদের কথা চিন্তা করে নয় বরং তার যে দুই মেয়ে আমেরিকা প্রবাসী তাদের নাগরিকত্ব পেতে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন।’

তিনি বলেন, ‘ট্রাম্পের অভিবাসন নীতি অনেক কঠিন। তিনি মিথ্যাচার করে তার দুই মেয়ের নাগরিকত্ব নেওয়ার পথ পরিষ্কার করছেন।’

শুভ অধিকারী নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করছি। ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু খুন ও গুমের যে তথ্য দিয়ে প্রিয়া সাহা ট্রাম্পের কাছে নালিশ করেছেন, তা আমরা মানতে পারিনি। তাই আমাদের অবস্থান জানাতে তার সামনে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সব ধর্মের লোক উপস্থিত আছেন।’

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/নূর/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়