ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএনসিসির প্রতি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেল

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনসিসির প্রতি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার রাজধানীর গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসির মেয়র বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেলের কর্মকর্তাগণ সরাসরি বাসায় গিয়ে জনগণকে সচেতন করছেন। ইতোমধ্যে প্রায় ১ লাখ ২ হাজার বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।’

এডিস মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়ির মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মেয়র।

ডেঙ্গু প্রতিরোধে সবাই মিলে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন আতিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, উদ্ভিদ সংরক্ষণ শাখার অতিরিক্ত উপ-পরিচালক মো. মোশারফ হোসেন, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/সাওন/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়