ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

বাস কেড়ে নিল বাবার প্রাণ, ছেলে হাসপাতালে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস কেড়ে নিল বাবার প্রাণ, ছেলে হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ইমারত হোসেন (৪৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত তার ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ঘাতক বাস ও তার চালক শাহাজাদকে আটক করা হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, ইমারত হোসেন ছেলে ইমন হাদিকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে আসলে একটি বাস ধাক্কা মারে। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক ইমারতকে মৃত ঘোষণা করেন।

আহত ইমন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারে শিক্ষার্থী। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়