ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

পূজায় সাড়ে ৩ লাখ নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজায় সাড়ে ৩ লাখ নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে নিয়োজিত থাকবে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ লাখ ৫০ হাজার সদস্য।

বুধবার সচিবালয়ে দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ বছর শুধু ঢাকায় পূজা মণ্ডপ থাকবে ৩১ হাজার ১০০টি। এসব জায়গায় নিরাপত্তায় মহিলা স্বেচ্ছাসেবকরাও থাকবে।’

তিনি আরো বলেন, ‘পূজা মণ্ডপে অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনা ঘটলে দ্রুত কার্যকর ব্যবস্থায় ফায়ার সার্ভিসহ রেসকিউ শর্টগান ফায়ার সার্ভিস এবং ইয়ারাফোর্স নিয়োজিত থাকবে। পূজা চলাকালীন ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা থাকবে। নারী ও শিশুদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবক দল প্রস্তুত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘পুলিশ সদর দপ্তর ও অন্যান্য জেলা পর্যায়ে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, এই কক্ষ থেকে সব কিছু তদারকি করা হবে। এ ছাড়া পূজায় নিরাপত্তার জন্য ৯৯৯ সেবা চালু থাকবে। যেকোন ইমার্জেন্সিতে সেখানে কল দিলে সহযোগিতা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজাকে কেন্দ্র করে ঢাকাসহ অন্যান্য জায়গায় যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ