ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২০২১ সালের মধ্যে সব ইউপিতে অপটিক্যাল ক্যাবল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২১ সালের মধ্যে সব ইউপিতে অপটিক্যাল ক্যাবল

আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে (ইউপি) ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর পূর্বানী হোটেলে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কর্মশালার অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট অব ইয়ুথ ডেভলপমেন্ট, ক্রীড়া অধিদপ্তর, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইয়ুথ ডেভলপমেন্ট।

কর্মশালার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডিএসএ, এটুআই এবং আইসিটি ডিভিশন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে সরকার প্রায় শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছে। প্রায় ৯৫ মিলিয়ন মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহারকারী ক্রমবর্ধমান হারে বাড়ছে। আমাদের অভিজ্ঞতা অন্যরা কাজে লাগানোর চেষ্টা করছে। আমরা ২০২১ সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেব।’

তিনি বলেন, ‘আমরা গ্রাম ও শহরের মধ্যে যে একটা পার্থক্য ছিল, সেটি কমিয়ে দিয়েছি। এখন গ্রামেও ফোর-জি ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।’

ফিলিপাইনের মিনিস্টি অব ইনটেরিয়র অ্যান্ড লোকাল গভার্নমেন্টের মন্ত্রী নাগুইব জি. সিনারিম্ব বলেন, ‘আমি এখানে এ নিয়ে দুই বার এসেছি। গত ১০ বছরের তুলনায় বাংলাদেশে ব্যাপক পরিবর্তন দেখছি। যৌথ অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার মাধ্যমে কাজ করলে দুই দেশের উন্নয়ন সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসাইন। বক্তব্য দেন ইউএনডিপি ফিলিপাইনের আবাসিক প্রতিনিধি টিটন মিতর, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ