ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এক ছাদের নিচে হবে সব চিকিৎসা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এক ছাদের নিচে হবে সব চিকিৎসা’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এক ছাদের নিচে সব রোগের চিকিৎসা দেওয়া হবে। এ জন্য দেশে সমন্বিত ইন্টার্নাল মেডিসিন ইনস্টিটিউট নির্মিত হবে।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে ‘ডেঙ্গুগাঁথা’ নামের এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জ্ঞান বিজ্ঞানের যত প্রতিষ্ঠান গড়ে উঠবে, ততই ভালো। ইন্টারনাল মেডিসিনে সব ধরনের রোগীই যায়। এ ধরনের ইনস্টিটিউট করার জন্য মানসিক প্রস্তুতি সরকারের আছে, অর্থও আছে।’

তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউটের প্রস্তাব আসলে সেটা ফেরত যাবে না। এটা কাউকে না কাউকে শুরু করতে হবে।’

বইয়ের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীসহ আরো অনেকে।


ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়