ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে ট্রাম্পকে নথি দিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে ট্রাম্পকে নথি দিয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নথিপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য হচ্ছে- রাশেদ চৌধুরীর বিষয়টি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস- এর কাছে পাঠিয়েছে।’

সূত্র জানায়, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আবেদন জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। কিন্তু আইনি জটিলতার কথা বলে এখন পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ২০০৯ সালের জুলাই থেকে বিভিন্ন সময়ে রাশেদ চৌধুরী ফেরাতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করলেও সে দেশের সরকার এ বিষয়ে ইতিবাচক কোনও সাড়া দেয়নি। ২০১৫ সাল থেকে রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার নিয়মিত যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে আসছে। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরেও ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়