ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’

‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।

এ উপলক্ষে  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শফিউল আযম, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি রফিক উল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ স্থানীয় নারীরা মানববন্ধনে অংশ নেন।

জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ‘বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। একই সাথে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা অবদান রাখছে। তাই প্রতিটি পরিবার থেকে কন্যা শিশুদের অধিকারগুলো নিশ্চিত করা দরকার।’


মেহেরপুর/জাকির হোসেন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়