ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মুজিববর্ষে দেশ-বিদেশে সেমিনার ও আলোচনা সভা হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুজিববর্ষে দেশ-বিদেশে সেমিনার ও আলোচনা সভা হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষে দেশ-বিদেশে সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ‌্য জানিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এক সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের। তিনি বলেন, দেশের বাইরে অনুষ্ঠিতব্য সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভায় দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরো জানতে পারবে।

সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ‌্যারোমা দত্ত, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ প্রমুখ।


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়