ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হর্ন বাজানোর দায়ে ৬ চালক‌কে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হর্ন বাজানোর দায়ে ৬ চালক‌কে জরিমানা

সচিবালয়ে নীরব ‌জোন এলাকায় হর্ন বাজানোর অপরা‌ধে ছয় চালক‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুটি প্রাইভেট কার ও চারটি মোটরসাইকেলের চালককে সতর্কতামূলক এক হাজার তিনশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ। সহ‌যো‌গিতা ক‌রেন সহকারী পরিচালক মোসাব্বের হোসেন ও মোহাম্মদ রাজীব।

সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের আহ্বান জা‌নি‌য়ে নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়া‌রি দেয় আদালত।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা করেন।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়