ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান

গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে নারী সংহতি নামের একটি সংগঠন। গণপিটুনিতে হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে নারী সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার, জুলহাজ নয়ন, দীপক রায়, জাহিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সন্তান, নতুন প্রজন্ম ও তরুণদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষক-যৌন নিপীড়ক তৈরির মানসিকতা ও সংস্কৃতির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর সময় এসেছে। বিচারবহির্ভূত হত্যা ও গণপিটুনি বন্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণপিটুনিতে তাসলিমা রেনু হত‌্যাকাণ্ডের কথা সবারই জানা। আমাদের প্রশ্ন- তাসলিমা যদি ছেলেধরাও হয়, তাহলে কি তাকে বিনা বিচারে হত্যা করা জায়েজ? আমরা মনে করি, এটা কখনোই হতে পারে না। যেকোনো আসামিকে বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় নারী সংহতির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- অবিলম্বে সকল ধর্ষণ ও হত‌্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। গণপিটুনি, বিচারবহির্ভূত হত্যা বন্ধে উদ্যোগ নিতে হবে। গণপিটুনিতে সকল হত্যার তদন্ত ও বিচার করতে হবে। যৌন নিপীড়নবিরোধী নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানাসহ সব প্রতিষ্ঠানে চালু করতে হবে। যৌন নিপীড়নবিরোধী অভিযোগ সেল গঠন করতে হবে। নারী-পুরুষ এবং নাগরিক হেয়প্রতিপন্ন হয় এমন কিছু পাঠ্যপুস্তক ও আইন থেকে বাতিল করতে হবে। মাদক এবং পর্নোগ্রাফির সিন্ডিকেটকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়