ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা ভাইরাস : পদ্মা সেতুর কাজে অসুবিধা হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাস : পদ্মা সেতুর কাজে অসুবিধা হবে না

করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজের অসুবিধা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজের অসুবিধা হবে না। চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে চীন থেকে যারা ঢাকায় এসেছেন, নিয়ম অনুযায়ী ১৪ দিন তাদের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’



ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়