ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইসিটি খাতে বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিটি খাতে বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে ‘তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনের পারফেক্ট প্লাটফর্ম’ মন্তব্য করে এ খাতে বিনিয়োগ করতে বিদেশি তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘তরুণ উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার। উদ্ভাবনের পারফেক্ট প্লাটফর্ম বাংলাদেশ। তাই আমি আহ্বান করব, তরুণরা যেন এদেশে এসে বিনিয়োগ করে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তারই যোগ্য কন্যা শেখ হাসিনা এদেশ গড়ছেন। সরকার ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে।

‘স্টার্টআপ প্রতিযোগিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাহায্য করবে। প্রযুক্তির এ বিপ্লব পণ্যের উৎপাদন খরচ কমিয়ে আনবে।”

 

ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়