ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার

সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কোনো ব্যক্তি ফেরত আসেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গার সৌদি আরবে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলেও দাবি করেছেন তিনি।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্র‌্যাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। সেখানে আমাদের দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানালে আমরা এর প্রতিবাদ করব।

তিনি বলেন, সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন, যাদের কাজ নেই। এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।

কক্সবাজার থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের বিষয়ে মন্ত্রী বলেন, পাচারকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সাগরপথে বিপুল সংখ্যক রোহিঙ্গা বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ‌্যে কয়েকজন নৌডুবিতে মারা যান। এরপর রোহিঙ্গাদের অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়ার বিষয়টি সামনে আসে।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়