ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এ মাসের শেষে শিলা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ মাসের শেষে শিলা বৃষ্টির সম্ভাবনা

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ‌্য জানানো হয়েছে।

রোববার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি উত্তরাঞ্চল, রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেটে শিলাবৃষ্টি হতে পারে। ওই সময় বজ্র ঝড়ের সম্ভবনা রয়েছে।

আজ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপপরিবর্তিত থাকতে পারে।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়