ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভিডিও পাইরেসি রোধে সার্বক্ষণিক নজরদারী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিডিও পাইরেসি রোধে সার্বক্ষণিক নজরদারী

ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চলচ্চিত্রে অশ্লীলতা দূরীকরণ ও ভিডিও পাইরেসি প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সারাদেশে র‌্যাব ব্যাটালিয়ানের সহায়তায় সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারী করা হচ্ছে।’

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লী‌গের সাংসদ এম. আবদুল লতিফ (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘‘চলচ্চিত্র মুক্তির পূর্বে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে এর ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী বোর্ড রয়েছে। চলচ্চিত্রে অশ্লীল সংলাপ, গালমন্দ, হত্যা, ধর্ষণ, খুনের খোলামেলা দৃশ্য চিত্রায়ন ও প্রদর্শন এবং সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করিতে পারে। বোর্ড থেকে এমন দৃশ্য কর্তন/সংশোধননসহ সেন্সর নীতিমালা অনুসরণপূর্বক ছাড়পত্র দিয়ে থাকে।

‘এছাড়া চলচ্চিত্রে অশ্লীলতা দূরীকরণ ও ভিডিও পাইরেসি প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সারাদেশে র‌্যাব ব্যাটালিয়ানের সহায়তায় সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারী করা হচ্ছে। ফলে কোনো সিনেমা হলে পূর্বের ন্যায় কাটপিস প্রদর্শনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না।”

তিনি বলেন, ‘বর্তমান সরকারের এই প্রচেষ্টার ফলেই বাংলাদেশের চলচ্চিত্রে সুস্থ্য ধারা চলমান রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র তৈরির মানোন্নয়নের মাধ্যমে বাঙালি সংস্কৃতির সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র নীতিমালা করা হয়েছে। এজন‌্য বাংলা চলচ্চিত্রের মানোন্নয়নসহ বাঙালি সংস্কৃতির সুস্থ ধারার চলচ্চিত্র নির্মিত হবে।’


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ