ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১০ শিশুর ৯ জনই গৃহনির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ শিশুর ৯ জনই গৃহনির্যাতনের শিকার

শিশুদের প্রতি সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৮ দশমিক ৮ শতাংশই তাদের অভিভাবকদের নির্যাতনের শিকার হচ্ছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে প্রকাশিত ‘প্রগতির পথে বাংলাদেশ’ শীর্ষক মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ১৯ জানুয়ারি থেকে ১ জুনের মধ্যবর্তী সময়ে দেশজুড়ে দৈবচয়নের ভিত্তিতে ৬১ হাজার ২৪২টি পরিবারের সদস্যদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে নারীদের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। ৬ দশমিক ৫ শতাংশ বাসায় রয়েছে কম্পিউটার। ৭১ দশমিক ৪ শতাংশ নারী মোবাইল ফোন ব্যবহার করছেন। ৯৫ দশমিক ৯ শতাংশ বাড়িতেই আছে মোবাইল ফোন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএসের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, উপ-মহাপরিচালক সুব্রত ঘোষ প্রমুখ।

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়