ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেরি ও লঞ্চ ঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ফি মওকুফ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেরি ও লঞ্চ ঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ফি মওকুফ

মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য ফেরি ঘাটে প্রবেশের ক্ষেত্রে টার্মিনাল চার্জ ও লঞ্চ ঘাটের প্রবেশের ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজ করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন সকল ফেরি ঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চ ঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।

 

ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়