ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পিলখানায় নিহতদের প্রতি শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিলখানায় নিহতদের প্রতি শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা।

সকাল ৯টায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও বিজিবি প্রধানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের শুরুতেই নিহতদের কবরে দোয়া ও মোনাজাত করেন তাদের স্বজনেরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দাবি-দাওয়ার নামে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কিছু উচ্ছৃঙ্খল জওয়ান বিদ্রোহ শুরু করে। এ সময় তাদের গুলিতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়