ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ ইটভাটা ধ্বংস, জরিমানা ২০ লাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ ইটভাটা ধ্বংস, জরিমানা ২০ লাখ

বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি ইটভাটা ধ্বংস এবং ২০ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম‌্যমান আদালত।

বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে বায়ূ দূষণের অপরাধে গাজীপুরের হুমায়রা ব্রিকস-১, হুমায়রা ব্রিকস-২, শ্রাবণ ব্রিকস ও আনাস বাসার ব্রিকসকে এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এরআগে ইটভাটাগুলোর মধ্যে হুমায়রা ব্রিকস-১ ও হুমায়রা ব্রিকস-২কে ছয় লাখ টাকা করে, আনাস বাসার ব্রিকসকে পাঁচ লাখ টাকা ও শ্রাবণ ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার অংশ নেন। অভিযানে গাজীপুর র‍্যাব-১ ও গাজীপুর জেলা পুলিশ সহযোগিতা করেন।

 

ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়