ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় কৃষি সম্প্রসারণ নীতির খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় কৃষি সম্প্রসারণ নীতির খসড়া অনুমোদন

জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি-২০২০ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের কেবিনেটে নীতির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। নীতিতে মোট ছয়টি অধ্যায় রয়েছে। তার মধ্যে পটভূমি, ফসল খাতের মূল প্রতিবন্ধকতা, লক্ষ্য উদ্দেশ্য, কৃষি সম্প্রসারণের ধারণা ও বৈশিষ্ট, কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা এবং উপসংহার রয়েছে। বিশেষ করে নীতিতে কৃষি সম্প্রসারণ সেবার বর্তমান অবস্থা, ভবিষ্যত লক্ষ্য এবং পরিকল্পনাসমুহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃষি শিক্ষা, গবেষণা, বিপণন ও সম্প্রসারণ সেবার সঙ্গে সম্পৃক্ত অংশীজনসহ কৃষক ও কৃষি উদ্যোক্তাদের পারস্পরিক মতবিনিয়ের মাধ্যমে চাহিদা ভিত্তিক গবেষণার বিষয়বস্তু নির্ধারণ এবং গবেষণালব্দ ফলাফল মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ প্রণীত হয়েছে।’

সচিব বলেন, ‘এ নীতির মূল লক্ষ্য হচ্ছে সকল শ্রেণির কৃষক ও উদ্যোক্তাদের চাহিদাভিত্তিক প্রযুক্তি ও তথ্যসেবা প্রদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন জনিত ঘাত সহনশীল, পরিবেশবান্ধব, নিরাপদ, টেকসই ও পুষ্টিসমৃদ্ধ লাভজনক ফসল উৎপাদন নিশ্চিত করা।’

তিনি বলেন, কৃষির সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এ নীতিটি বাস্তবায়ন করা গেলে কৃষকের চাহিদা অনুযায়ী সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে কৃষি উন্নয়নকে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে।

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়