ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আচরণবিধির কারণে বিএনপি সুবিধা পাচ্ছে: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আচরণবিধির কারণে বিএনপি সুবিধা পাচ্ছে: তথ্যমন্ত্রী

মন্ত্রী-এম‌পিদের নির্বাচনী প্রচারণা চালা‌নোর ক্ষে‌ত্রে নির্বাচন ক‌মিশ‌নের যে বি‌ধি-নিষেধ আ‌ছে, তা‌তে বিএন‌পি সু‌বিধা পা‌চ্ছে ব‌লে ম‌নে কর‌ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের দুঃখ হয় আমরা যারা দল করি, আমরা মন্ত্রী ও এমপি হবার ফলে এখন আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবো না। দুনিয়ার কোথাও এমন নিয়ম নেই। নির্বাচনী এই আচরণবিধির কারণে বিরোধী পক্ষ বিএনপি অনেক সুবিধা পাচ্ছে। এক্ষেত্রে আওয়ামী লীগ বৈষম্যের শিকার হচ্ছে।

ই‌ভিএম প্রস‌ঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ইভিএমে ভোট অত্যন্ত স্বচ্ছ ভোট। ইভিএম নিয়ে অনেক বিরূপ প্রচারণা চালিয়েছিল বিএনপি। এখানে একজনের ভোট আরেকজনে দেয়ার কোন সুযোগ নাই। স্বয়ং সিইসির যখন ফিঙ্গার প্রিন্ট নিচ্ছেনা, তখন সিইসিকেও ভোট দেয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্য‌দের ম‌ধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আহমেদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি সভায় বক্তব্য রাখেন।


ঢাকা/পার‌ভেজ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়