ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

করোনা, প্রস্তুতি অনেক দেশের চেয়ে ভালো: তথ‌্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা, প্রস্তুতি অনেক দেশের চেয়ে ভালো: তথ‌্যমন্ত্রী

করোনার প্রভাব ঠেকাতে বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে, তা অনেক দেশের চেয়ে ভালো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠকে কিভাবে স্বল্পতম সময়ে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা যায় সেই বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে যে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে, তারা এয়ারপোর্টে কেন ধরা পরেনি, সতর্কতার কোনো দুর্বলতা আছে কি না—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যারা আসছেন সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৫ দিন পরে তিনি ভাইরাসে আক্রান্ত কি না—সেটি শনাক্ত করা সম্ভব হয়।’

‘তবে সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেখানে প্রস্তুতি পর্যবেক্ষণ আমাদের চেয়ে উন্নত সেখানেও তো করোনাভাইরাস গেছে। ইতালিতে গেছে, তারা তো ঠেকাতে পারেনি। বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে প্রস্তুতি নিয়েছে, ঠেকিয়ে রেখেছে; তা অনেক দেশের তুলনায় ভালো।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির বক্তব্যে মনে হচ্ছে তারা করোনাভাইরাস বা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত নয়। তারা বরং বেশি চিন্তিত বেগম খালেদা জিয়াকে নিয়ে। কারণ তাদের বক্তব্যের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা শুনতে পাচ্ছি। সমগ্র বিশ্বের মানুষ যেটি নিয়ে চিন্তিত তারা সেটি নিয়ে চিন্তিত নয়।’

জাতীয় দুর্যোগে সরকারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব কি না, সরকার কি প্রত্যাশা করে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ জানাবো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত না হয়ে দেশের মানুষ নিয়ে যেন চিন্তিত হয় যদি জনগণের রাজনীতি তারা করতে চায়। সেটিই তাদের করা উচিত।’

‘আমি মনে করি যেকোনো জাতীয় দুর্যোগ বা সমস্যা দেখা দেয় তখন দলমত নির্বিশেষে সবাই জাতির জন্য কাজ করা প্রয়োজন’, বলেন তিনি।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়