ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খননকৃত নদীর বালু নিরাপদ দূরত্বে রাখার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খননকৃত নদীর বালু নিরাপদ দূরত্বে রাখার সুপারিশ

ডেল্টা প্লানের অধীন খননকৃত নদীর বালু/মাটি নিরাপদ দূরত্বে রাখার সুপারিশ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মো. ফরিদুল হক খান, এবং সালমা চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকে ডেল্টা প্লানের অধীনে কর্মরত গাড়ি চালকের পদসমূহ স্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়।

কমিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়নে সুপারিশ করে।

বৈঠকে ডেলটা প্লানের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার যেসব নদী খনন করা হচ্ছে এবং খনন কাজের অগ্রগতি বিষয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীর বাম তীরবর্তী কাউলীবাড়ি ব্রিজ হতে শাখারিয়া পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের অংশগ্রহণ করেন।


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়