ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের সমর্থনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের সমর্থনে মানববন্ধন

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাতিল করতে হাইকোর্টে যে রিট করা হয়েছে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিরাপদে চলি সোসাইটি ও সংশোধন চলচ্চিত্র পরিবার’ নামে সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরোয়ার আলমের বিরুদ্ধে দায়ের করা রিট প্রত্যাহারের দাবি জানান। অন্যাথায় সরোয়ার আলমের বিরুদ্ধে রিটকারী আইনজীবীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতা মোহাম্মদ আলিম উল্লাহ খোকন, মঞ্জুরুল আলম টিপু, মো. রাসেল মিয়া, মনির হোসেন মনির প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ এনে  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট  সরোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার  ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি ক্ষমতা) বাতিল করতে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দণ্ডের বিরুদ্ধে জারি করা রুলের সঙ্গে সম্পূরক আবেদনটি  করা হয়েছিল।

হাইকোর্ট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দণ্ড অবৈধ ঘোষণা করলেও তিন ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কোনো আদেশ দেননি আদালত।




ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়