ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

করোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি হয়নি: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি হয়নি: আইইডিসিআর

দেশে করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আইইডিসিআর)।

মঙ্গলবার (১৭ মার্চ) মহাখালীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইইডিসিআর’এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদী সেব্রিনা বলেন, ‘দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। যারা দেশের বাইরে থেকে এসেছে তাদের বাইরে কেউ এখনো করোনাভাইরাসে আক্রন্ত হয়নি।’

দেশের স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ করোনাভাইরাস রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বিদেশ থেকে আসলেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

গণমাধ‌্যমকর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘যেখানে কোয়ারেন্টাইন করা হয়েছে সেখানে না যাওয়ার জন‌্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশফেরত কারো সাক্ষাৎকার নিতে হলে অবশ‌্যই এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে।’

পোশাক কারখানায়, অফিসে ঢোকার সময়  উপসর্গগুলো পরীক্ষা করে নেওয়া উত্তম হবে। কেউ অসুস্থ হলে বেতনসহ প্রয়োজন অনুযায়ী ছুটি দিতে তিনি মালিকপক্ষকে অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এরমধ‌্যে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। 

** দেশে আরো ২ জন করোনায় আক্রান্ত


ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়