ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশে করোনা আক্রান্তদের দুই-তৃতীয়াংশ পুরুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে করোনা আক্রান্তদের দুই-তৃতীয়াংশ পুরুষ

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এখন পর্যন্ত (২৩ মার্চ) বাংলাদেশে ৩৩ আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।  তবে যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে পুরুষের হার বেশি।

সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্ত ৩৩ জন এরমধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ, এক তৃতীয়াংশ মহিলা।

ফ্লোরা জানান, বয়সের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ১০ বছরের নিচে দুইজন, ১০ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ এর মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৬ জন।

এ পর্যন্ত দেশে করোনায় ৩৩ জন আক্রান্তের খবর জানিয়েছে আইইডিসিআর।  এরমধ্যে তিনজন মারা গেছেন।  পাঁচজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।


ঢাকা/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়