ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাস্তায় জড়ো হওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় জড়ো হওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাস্তায় জনসমাগম করা যাবে না।  সেক্ষেত্রে  পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 শুক্রবার (২৭ মার্চ) ধানমন্ডিতে নিজ বাসায় তিনি  এসব কথা বলেন।

পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, ‘যারা নিজ উদ্যোগে নিজের শহর পরিচ্ছন্ন রাখছেন তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে অন্যরাও যেন শহর পরিষ্কার-পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ হন সে বিষয়ে  সজাগ করতে হবে। সেক্ষেত্রে করোনাভাইরাস থেকে আমরা অনেকাংশে রক্ষা পাবো।’

পুলিশ পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশ জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তবে এই সময় ঢাকায় যেন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। থানা পুলিশ এ বিষয়ে সতর্ক আছে। ’

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়