ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় নতুন আক্রান্ত নেই, সুস্থ ১৫

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় নতুন আক্রান্ত নেই, সুস্থ ১৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। বরং সুস্থ হয়েছেন চারজন। এর আগে, সুস্থ হয়েছিলেন ১১ জন। এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (২৮ মার্চ)  স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় হটলাইনে কল করেছেন ৩ হাজার ৪৫০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ জনের। এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন আইসোলেশনে আছে ৪৭ জন।

যারা সুস্থ হয়েছেন তাদের সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে। একজন কিডনি রোগী ছিলেন। তার শরীরে এখন আর করোনার উপস্থিতি নেই। সুস্থদের মধ্যে নয়জন পুরুষ, ছয়জন নারী। তাদের বয়স ২ থেকে ৪৯ এর মধ্যে।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়