ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘পিপিই পাচ্ছেন না নার্সরা, দ্রুত সরবরাহের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পিপিই পাচ্ছেন না নার্সরা, দ্রুত সরবরাহের দাবি

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় হাসপাতালে দায়িত্বরত নার্সরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। নার্সদের সুরক্ষা ও চিকিৎসা সেবার গতি ধরে রাখতে দ্রুত পিপিই সরবরাহের দাবি জানিয়েছেন ওই পেশাজীবী সংগঠনের নেতারা।

মঙ্গলবার স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ রাইজিংবিডিকে বলেন, নার্সরা মানবসেবার মহান ব্রত হয়ে জীবন বাজি রেখে হাসপাতালগুলোতে মানসিকভাবে মহামারি করোনা মোকাবেলায় প্রস্তুত। ।কিন্তু পরিতাপের বিষয় দেশের, বিভিন্ন হাসপাতালগুলোতে নার্সরা তাদের নূনতম নিরাপত্তা পোশাক পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিএ) পাচ্ছেন না।

তিনি অভিযোগ করে বলেন, সরকার হাসপাতালগুলোতে নিয়মিত পিপিই পাঠাচ্ছে। কিন্তু সব চিকিৎসকরা নিয়ে যাচ্ছেন। এর সুষম বণ্টন হচ্ছে না।

করোনাভাইরাস মোকাবেলায় নার্সদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে পিপিই বরাদ্দ করে রোগীদের সার্বক্ষণিক সেবকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়