ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌদি আরবের কনস্যুলেট সেবা বন্ধ করলো রিয়াদ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবের কনস্যুলেট সেবা বন্ধ করলো রিয়াদ দূতাবাস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব ধরনের সেবা আপাতত বন্ধ ঘোষণা করেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (০১ এপ্রিল) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস বিস্তারের কারণে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের সব সেবা বন্ধ থাকবে।

তবে দূতাবাসের নিয়ন্ত্রণ কক্ষ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। জরুরি প্রয়োজনে এ সময়ের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়