ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরপুরে ৪০ পরিবার পেলেন ত্রাণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে ৪০ পরিবার পেলেন ত্রাণ

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আর্থিকভাবে অস্বচ্ছল প্রায় ৪০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র হাজী জামাল মোস্তফা।

জামাল মোস্তফা বলেন, বিশ্ব কঠিন সময় অতিক্রম করছে। এই সংকটময় মুহূর্তে ইকেআর ফাাউন্ডেশন এবং বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি (বিডিএসএস) নিম্ন আয়ের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে আমি অভিভূত এবং আনন্দিত।

মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির চেয়ারম্যান ইয়াহিয়া খান রিজন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়