ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিরপুরে ২৫ পরিবার লকডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে ২৫ পরিবার লকডাউন

রাজধানীর মিরপুরে একটি পরিবারের দুই সদস‌্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ কারণে এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ।  যার মধ‌্যে পড়েছে ২৫টি পরিবার।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে সকালে বাসা থেকে নিয়ে গেছে।’

পুলিশ জানায়, মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাস করতেন ওই দুজন। গত দুদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। এরইমধ্যে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এরপরই দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫ পরিবারের বসবাস।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ওইসব বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তবে বিশেষ প্রয়োজনে প্রতি পরিবার থেকে একজন বিশেষ পোশাক পরে বাইরে যেতে পারছেন।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়