ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৩ বন্ধুর ব্যতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩ বন্ধুর ব্যতিক্রমী প্রচারণা

করোনাভারাস থেকে বাঁচতে নাগরিকদের ঘরে অবস্থান উদবুদ্ধ করতে ফেসবুকে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন ১৩ বন্ধু।

বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই ১৩ শিক্ষার্থী হলেন, মো. আশিকুর রহমান, রিফাত বিন জামান, অনিক, হাসান, নাইম মজুমদার, এহসান চৌধুরী, ইমরান তালুকদার, আক্কাস মিঝি, রকিব উদ্দিন আহমেদ, সামিন চৌধুরী, সুমাইয়া আক্তার তিশা, সামিরা রহমান, তাহনায়া তিরু শুপ্তি, তাজকিয়া লাবন্য ও মিরাজ হোসাইন অভি।

এ বিষয়ে আশিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আমরা সবাই নিজ নিজ বাসা থেকে একেকজন একটা করে অক্ষর লিখেছি। তারপর বুকে নিয়ে ছবি তুলে একসঙ্গে করে ‍Stay Home, Save Life আকারে লিখে ফেসবুকে পোস্ট করেছি। প্রত্যেকেই আমরা এটা ফেসবুকে শেয়ার করেছি। ভাল সাড়া পাচ্ছি।’

নাগরিকদের ঘরে থাকতে সচেতন করতেই এই উদ্যোগ   বন্ধুরা মিলে নিয়েছেন বলে জানান আশিক।



ঢাকা/মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়