ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসায় নামাজ পড়ার আহ্বান আহলে সুন্নাতের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসায় নামাজ পড়ার আহ্বান আহলে সুন্নাতের

সরকারি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার জামাত মসজিদের পরিবর্তে বাসায় আদায়ের  জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তর অরাজনৈতিক সুন্নি সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত।

সোমবার (৬ এপ্রিল) রাতে সংগঠনটির চেয়ারম্যান আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী, মুহাদ্দিস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, মুহাদ্দিস আল্লামা সোলায়মান আনসারী, প্রেসিডিয়াম সদস্য মুফতি কাজী আবদুল ওয়াজেদ আল কাদেরী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা ও নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় দেশ ও জাতির স্বার্থে এবং মানুষের জীবন রক্ষার্থে সরকারি এ সিদ্ধান্ত সময়োপযোগী। সবার উচিত সরকারের এ সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করা।

তারা বলেন, এ মহামারির সময়ে বাসায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সওয়াবও হবে। তাই আসুন, সংক্রমণ এড়াতে মানুষের সুরক্ষায় সরকারি সিদ্ধান্ত মেনে বাসা-বাড়িতে নিরাপদ দূরত্বে নামাজ আদায় করি।

আসন্ন পবিত্র শবে বরাতের নামাজ, নফল এবাদত-বন্দেগিও বাসায় আদায় করার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাতের নেতারা।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়