ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনায় ৩ শতাধিক প্রবাসীর মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ৩ শতাধিক প্রবাসীর মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে তিন শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে অনেক মানুষ আক্রান্ত হয়েছে।  সেখানেও অনেক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।  আনুমানিক আমাদের কাছে যা চিত্র রয়েছে, সে অনুযায়ী সাড়ে চার হাজার লোক আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা তিন শতাধিক।  আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়