ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় প্রান্তিক পর্যায়ে সহযোগিতার উদ্যোগ ইউজিবি’র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় প্রান্তিক পর্যায়ে সহযোগিতার উদ্যোগ ইউজিবি’র

করোনাভাইরাসের  প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ (ইউজিবি)।

সংগঠনটি পরিচালনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। তবে করোনায় দরিদ্র জনগণের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ ও সহায়তা দেওয়ার লক্ষ্য বাংলাদেশে জেলা-উপজেলা পর্যায়ে এটি কার্যক্রম পরিচালনায় কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে, প্রকৃত অসহায় ব্যক্তিদের হাতে সহায়তা তুলে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী নিজেদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।

সংস্থাটির ফাউন্ডার ও সাউদার্ন গ্রুপের ডিরেক্টর কে এইচ বাধন এ বিষয়ে বলেন, ‘এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। সহায়তা করার জন্য আমরা প্রবাসী ও স্থানীয় সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি।’

সংগঠন সূত্রে জানা গেছে, এই লক্ষ্যে প্রবাসীরা মাসে মাত্র ২ ডলার করে দিয়ে এই কাজে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশে থাকা আগ্রহীরা মাসে ১০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে পারে।

সংগঠনের কার্যক্রমের বিস্তারিত জানার জন্য এর ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়