ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

রাজধানীতে শিলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে শিলা বৃষ্টি

ছবি : শাহীন ভূঁইয়া

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দুপুরে পৌনে ১টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর মুষলধারে শুরু হয় বৃষ্টি।

আজ দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাতের এ ধারা আরো দুই দিনের মতো অব্যাহত থাকতে পারে। তবে আজ কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এখনো পরিমাপ করা হয়নি।

খোঁজ নিয়ে দেখা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায়ই বৃষ্টি হয়েছে। তবে কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। তারপরও আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় পথে জনসমাগম ছিল না। দুএকটি প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশাকে দুপুরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়